মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ

Passenger Voice    |    ১২:৩৪ পিএম, ২০২০-০৮-২৭


মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও করোনায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠে নেমেছেন ডেমরার ট্রাফিক পুলিশ। ডেমরা জোনের এসি মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে ট্রাফিক পুলিশের সদস্যরা গণসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠে নামেন। 

বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। 

এসময় বিভিন্ন গণপরিবহন থামিয়ে চালক ও যাত্রীদের সচেতন তৈরি করতে যাত্রা পথে মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগাদা দেওয়া হয়।

এ বিষয়ে ডেমরা  ট্রাফিক জোনের এসি মো. ইমরান হোসেন মোল্লা জানান, করোনায় গণ সচেতনতা সৃষ্টি, সড়ক ও মহাসড়কে যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি।